LaughaLaughi

You Create, We Nurture

Uncategorized

বসন্ত এসে গেছে

”বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে…”

শীত ও বসন্তের সন্ধিক্ষণে বসন্তকে স্বাগত জানিয়ে অনুমতিপ্রাপ্ত গণমাধ্যম LaughaLaughi-র তরফে গত ২০ শে জানুয়ারি আশুতোষ কলেজের আশুতোষ মেমোরিয়াল হলে আয়োজন করা হয় “গুণ ও গান পর্ব ১” অনুষ্ঠান৷

LaughaLaughi-র এই বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল একটু ভিন্ন স্বাদের৷ কারণ, এখানে শুধুমাত্র একটি ধারার শিল্পীদের নয়, বসন্তের সুরে সুরে সমাগম ঘটে বিভিন্ন ধারার শিল্পীদের৷ আয়োজন করা হয় সাতটি প্রতিযোগিতা, যথাক্রমে— রঙ Leela (Painting), Lens বন্দী (Street Photography), ছন্দে ছন্দে শব্দ (Poetry), কথাদের Canvas (Content Writing), হাসির-E-Station (Stand up Comedy), গীত ও Beat-আন (Solo Singing), আনাচে কানাচে (Solo Dancing)৷
অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন LaughaLaughi-র সদস্য অভিষেক কর, শ্রীতমা ঠাকুর এবং সৌমি সেন।

সুরের আলোক ছটায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অভীপ্সা দত্ত, সম্রাট সরকার, তন্নিষ্ঠা গাঙ্গুলি এবং অর্চা ব্যানার্জী৷

এরপর LaughaLaughi-র যুগ্ম কর্ণধার সূর্যশঙ্কর রায় ও দীপ ভট্টাচার্য-কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁরা LaughaLaughi-র জন্মলগ্ন থেকে যাত্রা সম্বন্ধে বক্তব্য রাখেন এবং পরবর্তী প্রোজেক্ট সম্পর্কে আমাদের অবগত করান৷

অনুষ্ঠানের প্রথম খন্ডে আয়োজিত হয় চারটি প্রতিযোগিতা— রঙ Leela, Lens বন্দী, কথাদের ক্যানভাস ও ছন্দে ছন্দে শব্দ৷ প্রতিযোগিতার বিষয়গুলোও ছিল খুব চমকপ্রদ৷ যেমন— রঙ Leela-র বিষয় ছিল ”পেশাগত সম্যতা”, তেমনি কথাদের Canvas -এর বিষয় ছিল ”ছদ্ম স্বাধীনতা”, Lens বন্দী -র একটি বিষয় ছিল খুব সুন্দর, ”Kolkata নয়, Calcutta”৷ প্রতিযোগীদের উৎসাহ লক্ষ্য করা যায় কলমের কালিতে, রঙিন ক্যানভাসে ও ক্যামেরার ঝলকানিতে৷
ছন্দে ছন্দে শব্দের প্রতিযোগীরা তাদের লেখা কবিতা আবৃত্তি করেন৷
শুধুমাত্র প্রতিযোগী নয়, এই অনুষ্ঠানে প্রতিযোগীদের পরিবার এবং কলেজ পড়ুয়াদের উপস্থিতিও লক্ষ্য করা যায়৷
এরপর সেতার-তবলা ও গিটারের সংমিশ্রণে সংগীত পরিবেশন করেন ”Ragaashauk”৷
সেতারের মনোরম সুরে মুখরিত হতে থাকে প্রেক্ষাগৃহ৷ এরপর শুরু হয় হাসির পর্ব৷ হাসির-E-Station-এর প্রতিযোগিরা তাদের হাসির বাণে বিদ্ধ করেন দর্শকদের৷
আশুতোষ মেমোরিয়াল হলের সামনে ছিল Wow Momo-এর ফুড স্টল, Sanjhbaati-এর গয়নার সম্ভার ও কাজল ব্যানার্জীর প্রসাধনীর ভান্ডার৷ অনুষ্ঠানের পরবর্তী আকর্ষণ ছিল ব্যান্ড ”সফর”-এর গান৷ তাঁরা তাদের গানের সুরের যাদুতে দর্শকদের মনোরঞ্জন করেন৷ ”সফর” ব্যান্ড-কে স্মারক দিয়ে অভ্যর্থনা জানানো হয়৷
তারপর শুরু হয় একক গানের প্রতিযোগিতা৷
লোকগীতি, জীবনমুখী গান, রবীন্দ্র সংগীত বিভিন্ন গানের আমেজ দর্শকদের উপহার দেন প্রতিযোগীরা৷
এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ ডাক্তার কৃষ্ণেন্দু চ্যাটার্জী পরিচালিত প্রথম ফিচার লেন্থ ফিল্ম
”ক খ গ ঘ”-এর ট্রেলার প্রকাশ পায় LaughaLaughi-র গুণ ও গান পর্ব ১-এর মঞ্চে৷ ট্রেলার দেখার সময় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত৷
শেষ প্রতিযোগিতা ছিল একক নৃত্য৷
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের স্পনসরদের স্মারক সহযোগে অভ্যর্থনা জানানো হয়৷ অনুষ্ঠানের ফুডস্পনসর ছিলেন ”Overdose”৷
প্রতিযোগিতার ফল প্রকাশের সময় প্রতিযোগীদের মধ্যে ছিল টানটান উত্তেজনা৷
প্রত্যেক প্রতিযোগীকে অংশগ্রহণের জন্য প্রশংসাপত্র প্রদান করা হয়৷

প্রত্যেক প্রতিযোগিতায় নির্দিষ্ট বিচারকের বিচারে সেরা একজনকে স্মারক, প্রশংসাপত্র ও LaughaLaughi-র টি-শার্ট সহযোগে পুরস্কৃত করা হয়৷
সেরারা হলেন—
বহ্ণি সেন (রঙ Leela), শতদীপ ঘোষ (Lens বন্দী), কৃতী জৈন (ছন্দে ছন্দে শব্দ), দিগ্বিজয় চক্রবর্তী (কথাদের Canvas), রোহিত দে (হাসির-E-Station), প্রীতম শর্মা (গীত ও Beat আন), মৌমিতা মাইতি (আনাচে কানাচে)৷
LaughaLaughi-র মূলমন্ত্র ”We create, We Nurture” উচ্চারণের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়৷

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi