
পাহাড়
এই শীত এলেই ইচ্ছে করে একটু পাহাড় ছুঁয়ে আসি, শীতের কুয়াশা ভেদ করে কিছু গল্প বুনে আসি, নরম রৌদ্রের আদুরে আলাপ মেখে ঘুরে আসি উপত্যকা নিয়মের বেড়াজাল অতিক্রম করে ছুঁয়ে আসি অবাধ্যতা! এই শীত এলেই ইচ্ছে করে একটু পাহাড় ছুঁয়ে আসি, সহজ-সরল মানুষ গুলোর জীবন দেখে আসি, শহরের কোলাহল অশান্তির…