
দারিদ্রতা
দারিদ্রতার আঁচল তলে ঢাকা বিশ্বের মুখ, ধনে-মানে দরিদ্র মানুষ কিনতে চায় তার সুখ, সমাজের মাঝে আজো দুই শ্রেনী দেখি, দরিদ্র আর ধনী, সর্বহারা একজন শুধু অন্যজনের ঋণী, আমার আছে সবকিছু তাই করে ফেলি অপচয়, আগামীর কথা মনে রাখি না, জানিনা তো সঞ্চয়, সময়ের চাকা ঘুরতে ঘুরতে ধনের হয় জয়, দরিদ্রতার…