নিজের ফ্ল্যাটেই মৃত অবস্থায় উদ্ধার করা হল জগ্যা জাসুস এর অসমীয়া অভিনেত্রী বিদিশা বেজবরুয়াকে। সোমবার, ১৭ই জুলাই গুরুগ্রামের অভিজাত সুশান্ত লোক এলাকার নিজ বাসভবনে আত্মহত্যা করেন একাধারে গায়িকা- অভিনেত্রী বিদিশা। পুলিশ ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পায়নি। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে বিদিশার স্বামীর দিকে। অভিনেত্রীর বাবা পুলিসকে জানিয়েছে যে, স্বামীর কোন বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে ডিভোর্স নিতে চেয়েছিল বিদিশা। সোমবার এই বিষয়ে বিদিশা পরিবারের সাথে আলোচনাও করে। কিন্তু তারপরে কেন হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নিল বিদিশা, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

আসামের বিদিশা বিহু গায়িকা হিসেবেই প্রথম প্রচারের আলোয় উঠে আসে। তারপর বেশ কিছু অসমীয়া সিনেমায় নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছে সে । সম্প্রতি অনুরাগ বাসু পরিচালিত জগ্যা জাসুস সিনেমায় রনবীর- ক্যাটরিনার সাথে একই পর্দায় দেখা যায় বিদিশাকে। বলিউডে প্রথম বড় কাজেই সাফল্য আসে বিদিশার। কিছুদিন আগেই মুম্বাই থেকে গুরুগ্রামে থাকতে আসেন তিনি। তারপরেই সোমবার এই আত্মহত্যার ঘটনা। স্বভাবতই বিদিশার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জগ্যা জাসুসের কলাকুশলী সহ গোটা বলিউডে।

মুম্বাই নিবাসী বিদিশার স্বামীর বয়ান এখনও পাওয়া যায়নি। অসমের মুখ্যমন্ত্রী সরবানন্দ সোনোয়াল হরিয়ানার মুখ্যমন্ত্রীকে দূরভাষে ঘটনার নিরপেক্ষ তদন্ত করার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *