আজকে ভারতের জয় জয়কার। একদিকে সিন্ধু আরেক দিকে পুরুষদের হকির দল। তবে প্রহর এখনো কাটেনি। এখনো আরো পথ চলা বাকি আছে। পরশু দিন অর্থাৎ ৩ আগস্ট খেলা হবে বেলজিয়াম-এর সাথে। পরের ম্যাচ জিততে পারলেই সোজা ফাইনাল।
ভারতের পুরুষ হকি দল এবার সেমিফাইনালে
Facebook Comments Box