LaughaLaughi

You Create, We Nurture

Uncategorized

তিনজন স্বতন্ত্র নারীর জীবনের গল্প ‘গুলদস্তা’ এখন ‘জি ফাইভ’এ

বড়ো পর্দায় দর্শকদের মন জিতেছে রূপ প্রোডাকশন প্রযোজিত, ও অর্জুন দত্ত পরিচালিত ছবি ‘গুলদস্তা’। তিন স্বতন্ত্র মহিলার জীবনের কাহিনী নিয়ে তৈরি গুলদস্তা, এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে, ১৯শে জুন যা মুক্তি পেয়েছে ‘জী ফাইব‘এ।
‘গুলদস্তা’ গল্পটি বিশ্বাস ও আবেগের জালে জড়িত তিনটি স্বতন্ত্র মহিলার যাত্রাকে আবদ্ধ করে। শ্রীরূপা (অর্পিতা চ্যাটার্জী), রেনু (দেবজানি চ্যাটার্জী), এবং ডলি (স্বস্তিকা মুখোপাধ্যায়); তাদের আন্তঃব্যক্তিক সম্পর্ক, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা সবকিছুকেই দেখতে পাবো এই গল্পের মধ্যে। সমস্যার মাঝেও যে সমাধান খুঁজে পাওয়া যায়, তা জানা যাবে এখানে। এখানে তিনজন মানুষের জীবনের এক এক রকম গল্পকে তুলে ধরা হয়েছে।
অন্যরকম একটি ছবি যা পরিবারের সকলকে নিয়েই বাড়িতে বসে দেখতে পাবেন এখন ‘জি ফাইভ’এ। তাহলে আর দেরি নয়, দেখুন ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার অর্জুন দত্ত পরিচালিত ছবি ‘গুলদস্তা’।

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *