দীপাবলিতে আসছে ছবি ‘৬০ এর পরে’
M.S Flim & Production এই দীপাবলিতে নিয়ে আসছে তাদের নতুন ছবি মিনা শেঠী মন্ডল প্রযোজিত এবং সৌভিক দে পরিচালিত ছবি ‘৬০ এর পরে’। ২৮.১০.২০২১ তারিখে ছিল তারই ট্রেলার এবং পোস্টার এর শুভমুক্তি। এই ছবিটি হলো একটি Psychological Thriller; ছবিতে অভিনয় করেছেন অমিত শেঠী, জয় সেনগুপ্ত, অনিন্দ্য ব্যানার্জী এবং রূপাঞ্জনা মিত্র…