গতকাল, অর্থাৎ ২৫ তারিখ হৈচৈ-এ মুক্তি পাওয়ার কথা ছিল মোশারফ করিম অভিনীত ও আশরাফ নিপুন পরিচালিত ওয়েব সিরিজ মহানগর। দর্শকদের আগ্রহ দেখে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই স্ট্রিমিং চালু করে দেওয়া হয়। যথারীতি দর্শকদের বেশ প্রশংসাও কুড়ায় মহানগর। ‘হৈচৈ’-এর সাত ঘণ্টার এই থ্রিলার সিরিজটি রীতিমত হৈ-চৈ ফেলে দিয়েছে দর্শকসমাজে।
এছাড়াও ইতিমধ্যে আরও একটি সিনেমার ঘোষণা করেছে এসভিএফ। গতবছর বক্সঅফিসে বেশ সাফল্য পেয়েছিল মৈনাক ভৌমিকের লেখা ও পরিচালিত ‘চিনি’। এবারেও আরও একটি পারিবারিক ছবি ‘একান্নবর্তী- ৫১ নয়, এক অন্ন’ নিয়ে আমাদের সামনে হাজির হতে চলেছেন তিনি। মৈনাক ভৌমিকের লেখা গল্প ও পরিচালনায় গড়ে উঠবে সিনেমাটি। এই ছবিতে অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অলকানন্দা রায়ের মত অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় দেখা যাবে। সিনেমাটির শুটিং শুরু হবে ৮ই জুলাই থেকে।
জনাব, বাংলায় এখন Hoichoi চলছে
Facebook Comments Box