একসঙ্গে গান গাইলেন রূপম ইসলাম এবং সোমলতা আচার্য্য???

সঙ্গীত জগতের  দুই শিল্পী রূপম ইসলাম এবং সোমলতা আচার্য্য একসঙ্গে গান গাইলেন । গানের জগতে সোমলতা ও রূপমের নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বাংলা ব‍্যান্ডের উল্লেখযোগ্য নাম রূপম ও সোমলতা।

তবে সঙ্গীত জগতের এই দুই শিল্পী প্রথমবার একসাথে গান করলেন।

লোকসভা নির্বাচনে ‘এআইটিসি’র থিম সং গাইলেন রূপম ও সোমলতা। গানটিতে দুজনের যুগলবন্দী অসাধারণ।

গানের কথায় ধর্মনিরপেক্ষতা থেকে শুরু করে গ্রাম বাংলার বিকাশ সমস্ত বার্তাই রয়েছে।

আর নিজেদের সেরাটা দিয়ে গানটির উৎকর্ষতা বাড়িয়েছেন দুই শিল্পী ।

রূপম বলতে আমাদের মাথায় প্রথমেই আসে ‘নীল রঙ’, ‘হাসনুহানা’, ‘একলা ঘর’, ‘অ্যসিড’, ‘বেঁচে থাকার গান’, ইত‍্যাদি যুগান্তকারী কিছু গান। ফসিলস্ মানেই জীবনমুখী গান।

সোমলতা মানেই রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতকে আমরা নতুন করে খুঁজে পেয়েছি সোমলতার মধ‍্য দিয়ে।

এছাড়াও তিনি বাংলা সিনেমায় অনেক হিট গান গেয়েছেন।

দুই শিল্পী নিজেদের ধারা থেকে বেরিয়ে প্রথমবার জুটি বাঁধলেন ভিন্ন স্বাদের এক গানের জন‍্য।

রাজনৈতিক দিক থেকে ভাবতে গেলে অনেকের মনে অনেক রকমের প্রশ্নই উঠে আসতে পারে।

অনেকেই হয়তো বলতে পারেন ‘শিল্পীরাও বিক্রি হয়ে যাচ্ছে’ কিংবা ‘কিসের দরকার ছিল ওই দলের থিম সং গাওয়ার!’

আবার হয়তো কেউ রাজনীতির রঙ মাখাতে চাইবেন শিল্পীদের শিল্পস্বত্তায়। তাই বলে রাখা ভালো শিল্পীদের কোনো দল কিংবা ধর্ম হয়না। শিল্পস্বত্তাই হলো ওঁদের ধর্ম।

রূপম ও সোমলতার গান শুনুন অরাজনৈতিক ভাবে। শিল্পের মধ‍্যে রাজনীতিটা নাইবা টানলেন! ক্ষতি কি!

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *