LaughaLaughi

You Create, We Nurture

Special Story

হঠাৎ খামোখা খেয়াল

যে পাতারা ঝরে গেছে গত কালবৈশাখীতে , তাদের খবর কি কেউ রাখে ?

তারাও তো কখনও বাস্তুহারা সেই ছোট্ট ছেলেটিকে জানান দিয়েছে এক বিশাল ঝড়ের….

যে ধুলিকনাগুলি আজ লুপ্তপ্রায় , কেন তাদের নিয়ে ময়নাতদন্ত হবে না ?

তারা তো অনেক পুরনো গন্ধ , চাপা অভিমান বহন করেছিল |

যে সূর্য আজ অস্তমিত , কেন সেটা নিয়ে কারোর কোন মাথাব্যথা হবে না ?

সেই সূর্যের নিচেই তো অনেক প্রেম জন্ম নিয়েছিল , অনেকে খুঁজে পেয়েছিল মাথা রাখার জায়গা |

যে বসন্তের ছোঁয়ায় আর কেউ মুগ্ধ হয় না , সেটাকে ও তো খোঁজা যায় !

সেই বসন্ততেই তো অনেক মনে রঙ লেগে পাগলপারা হয়েছিল অনেকে ,

বর্ষার ছাঁট গায়ে মেখে গ্রামের শ্যামা মেয়েটি যে আনন্দের সহিত ঘরে ফিরেছিল ,

সে ও আজ ম্লান হয়ে কোথাও যেন হারিয়ে গেছে |

যে পলেস্তারা খসে যায় , যে সময় পেরিয়ে যায় তাকে আর ফেরত পাওয়া যায়না ঠিকই ,

কিন্তু তার সাথে জড়িয়ে থাকা মুহুর্তগুলোর দেখা পাওয়াও কি আর সম্ভবপর নয় ?

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi