LaughaLaughi

You Create, We Nurture

Special Story

ফসিলস্ প্রেম

  1. জীবাশ্ম শব্দ টা একেবারে শুরুতে দেখে হয়তো অনেকেই চমকে যাবেন। আজকের Generation ‘ফসিলস্’ এর সাথে বেশী সাবলীল যার বাংলা অর্থ হলো এই জীবাশ্ম।
    ফসিলস্ আমাদের অনেক বাঙালীদের কাছে একটা Emotion, আবার কারও কাছে Just একটা বাংলা ব্যান্ড। তবে ফসিলস্ বললেই যে মানুষটার কথা সবার প্রথম মাথায় আসে তিনি রুপম ইসলাম।
    সত্যি শিল্পের কোনও ধর্ম হয়না, রুপম ইসলাম তার একমাত্র উদাহরণ। ওনার কন্ঠ মাতাল করেছে হাজার হাজার স্রোতা কে। সাল টা ১৯৯৮। ফসিলসের সূচনালগ্ন। তখনও Hard rock জিনিস টা বাঙালীর আয়ত্তে আসেনি বা বাংলায় যে রক হয় সেটা ভাবাও হয়ে ওঠেনি।
    সব নিয়ম ভেঙে দরবারে এলো ফসিলস্। রুপমের গলায় “একলা ঘর” কিংবা ” আরও একবার” ছড়িয়ে পড়লো হাজার মানুষের কাছে দাবানলের মতো। হৃদয় ছুঁলো বহু প্রেমিকের।
    পুরনো প্রেম হোক বা প্রতারনা “নীল রঙ টা আজও ভীষন প্রিয়।” ফসিলসের গান মানেই ” medicine of broken heart”
    এভাবে আমরা উপহার পেয়েছি “নীল রঙ”,”হাসনুহানা”,” প্রেরনা” এর মতো অজস্র মন কাড়া গান।

এখনও বছর কুড়ি পরেও, যখন একলা রাতে বৃষ্টির শব্দে মন ভাঙে নিশব্দে, সেই সময় , ঠিক সেই সময় কোনও বিদেশী রক বা বিলেতি গান নয় , হেডফোনে তখন শুধু ই” উফ্ কতদিন তোমাকে দেখিনি, দেখতেও চাইনা সে কথা মিথ্যে নয়”।
এভাবেই এগিয়ে যাক ফসিলস্। আরও কুড়ি বছর পরেও এভাবে জ্বালানীর মতো কাজ করুক নিভে যাওয়া হাজারো বুকে।

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi