স্পেন ও পর্তুগাল দ্বৈরথ

বহু প্রতীক্ষিত বিশ্বব্যাপী উৎসব শুরু হয়ে গেছে রাশিয়ায়। ফুটবল যুদ্ধের দামামা বেজে গেছে গতকালই, বাঙালির উন্মাদনাও তুঙ্গে। আজ, ১৫ই জুন, রাত ১১:৩০টায় দুই ‘মাদ্রিদ মহারথী’ মুখোমুখি হবেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও সের্জিও র‍্যামোস। বেশ হাইপ্রোফাইল ম্যাচ, ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন এবং ২০১৬ ইউরো কাপজয়ী পর্তুগালের মধ্যে পুরোদমে টক্কর চলবে।
চলুন দেখে নেওয়া যাক, বিশেষ নজর থাকবে কাদের উপর?
প্রথমেই আসি দুই অধিনায়কের কথায়। রোনাল্ডোর অগুনতি বাঙালিভক্ত ও আপামর ফুটবলপ্রেমীরা তার পায়ের জাদু এবং হেডে গোল দেখার জন্য মুখিয়ে থাকবে। অন্যদিকে, র‍্যামোস মাঝমাঠে কীভাবে তার ক্লাব সতীর্থকে আটকানোর চেষ্টা করেন এবং টেক্কা দিতে পারেন কিনা সেটাই দেখার। পাশাপাশি, স্পেনের তিকিতাকার জন্য নজর থাকবে ইনিয়েস্তা, পিকে, নাচো, কার্ভাহাল, আলবা, সিলভা, ইস্কো, আসেন্সিও, মোরাতার উপর। অন্যদিকে, পর্তুগালের বেশিরভাগ মুখই অচেনা এবং দলটাও তরুণ তুর্কিতে ভর্তি। তাদের তুরুপের তাস হলেন দুই উইঙ্গার বার্নার্ড সিলভা ও গেলসন মার্টিন্স, অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ এবং স্ট্রাইকার আন্দ্রে সিলভা। এছাড়া, প্যারিস সা জা’র দুরন্ত স্ট্রাইকার গনসালো গুয়েদেস দারুণ ফর্মে রয়েছেন। আশা করা যায়, তারা ভীষণভাবে পাল্টা লড়াই দেবেন তিকিতাকার দেশকে। যদিও পাল্লা স্পেনের দিকেই অল্পবিস্তর ঝুঁকে, তবু ফার্নান্ডো স‍্যান্টোস ও য়ুলেন লোপেতেগির মধ্যে কে শেষ বাজি মারতে মারেন সেটাই দেখার।

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *