LaughaLaughi

You Create, We Nurture

Modern

যদি একদিন এভাবে…

সব যদি হয় ওলটপালট, ভুল ছেয়ে যায় দিগ্বিদিক–
জেনো সময় বদলে গিয়েও তোমার কাছেই ফিরবে ঠিক।

আজকে জাহাজ খোশমেজাজি। দুঃখ পোষে মাস্তুলে।
তাইতো তোমার গুমরে থাকা। শখ-আহ্লাদ সব ভুলে।

চেষ্টা তোমার খুব অসহায়, জাগলে আঘাত হচ্ছো চুপ।
এক এক করে বাড়াচ্ছ পা, সামনে জেনেও অন্ধকূপ।

চক্রব্যূহে কাটাচ্ছ দিন, যদিও ফেরার পথ জানা।
রাখছো তবু সবটা ঢেকে। ঢাকার কারণ, লজ্জা না।

তোমার চোখই বাঁধনপ্রিয়, আদতে হাত-পা ছাড়া।
আটকে থাকায় গর্ব প্রচুর, পাওনা শুধু মনখারাপ।

বুঝতে পারা ভীষণ সোজা, কিন্তু প্রয়োগ গদ্য নয়;
মস্তিষ্ক খাটলে কী লাভ? মন যদি হয় স্বপ্নময়।

তাই পারলে আবার ওঠো, কমিয়ে দেখাও গায়ের জ্বর;
ভাঙন যদি ক্ষতই শেখায়, দাগের কীসের আড়ম্বর?

এখন তোমার রাস্তা দুটো, মধ্যিখানে ভর্তি আবেগ—
বাদবাকিটা তোমার উপর, গড়বে নাকি গুড়িয়ে যাবে।

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi