LaughaLaughi

You Create, We Nurture

Emotional

সব বুঝি অচেনা

নীরব নীলের দিঠি

সবেমাত্র শেষরাতে চেয়েছিল ঘুম,

দেহে একবিন্দু আশ্রয় কেড়েছে যার

জীবনকালের কুমকুম,

সময় তো টেকেনি;

সে নিছক সান্তনায় জিয়োনো ভিনদেশ,

মিথ্যে মেয়াদের অসমাপ্ত গুজবে

দুদিনের তুমি আর নিশ্চিত অনভ্যেস

জেগে তখনও, কোন সেদিনের আপ্তবাক্যে

বিশ্বাস হয়নি, কেবল সহসা

বাস্তবের একটু বিপরীতে

যেতে চাওয়া এক পলের শাওন; জিজীবিষা

মাথাটা তুলেই ডুবে গেছে, হয়তো বা যায়নি…

নিরন্তর তবু তাসের ঘর

গায়ে লোহার ছাপে আনমনে লিখছে কথা;

অশ্রুর দু’পোঁচ আস্তরণে

আপাদমস্তক মোড়া শত ভোরের মদিরতা,

সুপ্ত কন্ঠস্বর

অচিরেই ভেজে নিটোল নয়ানে;

নাভিশ্বাসের গন্ধ, কাচের পারিপার্শ্বিক পরিবেশ

একাকী শয়ানে,

যদিও দহন নেভেনি…

পাতার পর পাতা ইতিহাস

অনিবার পথ চলায়,

অর্থহীন দিনের সংকল্প আজ

অকূলের ভেলার প্রতীক্ষায়…

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

A creative writer, constant learner, bookworm. Passionate about my work.