সরস্বতী পুজো মানেই একরাশ নস্টালজিয়ার পাহাড়। মায়ের কাছে শাড়ি পরিয়ে দেবার বায়না, সেজেগুজে ইস্কুল যাওয়ার উত্তেজনা, বন্ধুদের সাথে একসঙ্গে বসে খাওয়া আরো কত কী! সেই একটা দিন যেন স্যার বা দিদিমণিরা হয়ে যেতেন একদম খোলামেলা।
পুজোর কিছুদিন আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যেত। বন্ধুরা মিলে আল্পনা দেওয়া, ঘর সাজানো, কাগজ কেটে হাতের কাজের জিনিস বানানো— এইসব কিছু স্মৃতির পাতায় অমলিন আজও।
যতবার সরস্বতী পুজো আসবে, ততবার এই সকল স্মৃতি উঁকি দেবে মনের জানলায়…
Facebook Comments Box
Leave a Reply