যদি সত্যি বলে জান,
তবে আমার কথা মান।

সে এক আছে রাগী মেয়ে, দস্যি, দামাল, ভালো,
যে ঘরে যায় সে ঘরে সে রাঙিয়ে দেয় আলো।
যদি সত্যি বলে জান,
তবে আমার কথা মান।

মুখখানা তার মিষ্টি দারুণ, চোখ দুখানি মায়া,
রোদ আকাশে দ্বীপ জ্বেলে তায়, আকাশে তার ছায়া।
হুটোপাটি, দাপাদাপি জুড়ি মেলা ভার,
একদন্ড দাঁড়ায় না সে, এমনি সে দেয় সার।
যদি সত্যি বলে জান,
তবে আমার কথা মান।

চোখে রঙীন স্বপ্ন তার আর হাত দুপাশে ডানা,
উড়ে বেড়ায় আকাশ জুড়ে থামতে যে তার মানা।
সব্বার কাছের, সব্বার মনের, প্রিয় সে যে তাই,
গঙ্গার স্রোতে পাল উড়িয়ে নৌকা যে তাই বাই।
যদি সত্যি বলে জান,
তবে আমার কথা মান।

এমন সময় কোথা হতে এক দস্যু আসে ঘরে,
হাতটি তার চেপে ধরে, অভব্যতার ভরে।
মুখে বলে, “আজ শালী তোর মেটাব সব তেজ,
মানুষেরই মাংস খাব, বাইরে আমি ভেজ।”
মুখখানি তার চেপে ধরে উড়িয়ে দেয় লজ্জা,
বুকের আঁচল বেআব্রু আজ, নেইকো সাজসজ্জা।
যদি সত্যি বলে জান,
তবে আমার কথা মান।

রূপটি তার খোলস ছেড়ে, নগ্নতার বাঁকে,
প্রকৃতি আজ লাজ শরমে উড়ে আসে ঝাঁকে।
কষ্টে তার হাহাকার করে চক্ষু থাকে মুদে,
এ পাপ যদি আসলে তবে বেড়ে যাক না সুদে।
যদি সত্যি বলে জান,
তবে আমার কথা মান।

পাড়ার লোকে দাগিয়ে দেয় দোষটি বলে তার,
দোষী হাঁটে বুক ফুলিয়ে, হয় না যে বিচার।
সমন এল তাহার পরে, চুপ থাকার হুমকি,
মন তাহার ব্যথায় কাতর, দোষীর তখন ধুম কী!
যদি সত্যি বলে জান,
আমার কথা মান।

একদিন রাতে, একা নিভৃতে লুকিয়ে সে কাঁদে,
জিজ্ঞেস করে কাতর কন্ঠে, কেন সে এমন জড়াল ফাঁদে।
প্রকৃতি মা, ছদ্মবেশে সান্ত্বনা দেয় তাকে,
চোখ মেলে দেখে পৃথিবী, কান্না আসে ঝাঁকে।
যদি সত্যি বলে জান,
তবে আমার কথা মান।

চোখটি মুছে উঠে দাঁড়িয়ে, শক্ত ধরে দাঁড়ায়,
দোষী সে, আমি নিজে নই, একথা মনকে জানায়।
পারব আমি ফিরতে আবার, যে বলুক যা খুশি,
আমার জীবন, দোষ নেই তায়, শাস্তি পাবে একমাত্র দোষী।
যদি সত্যি বলে জান তবে আমার কথা মান।

পরের সকাল, লোকে দেখে, দস্যি, দামাল, বাইরে আসে নির্ভয়ে,
দোষী ফেরে মুখ লুকিয়ে, অজানা এক ভয়ে।
সুবিচারের দিনের আশায় অপেক্ষাতেই যায়,
লোকমাঝারে গালের চড়, দোষীর গালে পায়।
আয় রে তোরা, ভয় নেইকো আর, আছে সাথে মা,
এবার তোদের বাঁচাবে কে, হা রে রে রে, দাপিয়ে ভীষণ পা।
যদি সত্যি বলে জান,
তবে আমার কথা মান।

আমি হলাম মনের মায়া, আমি ন্যায়ের আগুন,
আমি হলাম পলাশ রাঙা বসন্তের এক নাম না জানা ফাগুন।
দোষীর শাস্তি হাতে মোর, পাব নাকো ভয়,
যতই করুক চোখ রাঙানি, হবেই আমার জয়।
সত্যিটা সত্যি বলে জান,
তবে আমার কথা মান।

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *