প্রেম মানে কী? দুজন মানুষ? একসাথে হাত?
প্রেম মানে কী? অল্প আলোয়, ঠোঁটের আতাঁত?
প্রেম মানে কী? রোজ গল্প? দশটা পাঁচটা খবর নেওয়া?
প্রেম মানে কী? অভিমানে, বুকের জামা ভিজিয়ে দেওয়া?
প্রেম মানে তো শক্তিও হয়, ভয়ের ওষুধ।
প্রেম মানে তো ধৈর্য আর সংযমে বুঁদ।
প্রেম মানে হোক এগিয়ে যাওয়া,
প্রেম মানে হোক সবার ভালো।
প্রেম মানে হোক বাঁচার শপথ,
প্রেম মানে হোক প্রথম আলো ।
Facebook Comments Box
Leave a Reply