তুই কে
ধোয়াসা মোর সকাল, আর মেঘলা আকাশ।
মনের মাঝারে তোর আনাগোনা,
মেঘলা আকাশের মতন,
কখনো আসিস, আবার চলে যাস।
বুঝিনা তোর খামখেয়ালি,
বুঝিনা তোর খেয়াল,
শান্ত আমি নদীর মতন,
তুই পাগলকরা বাতাস,
নিরব আমারে বানাও উত্তাল,
পাগল করা তর প্রেম,
বাসনা ফুরতেই, তুই উধাও,
তোর খামখেয়ালিপনার শিকের আমি
নাকি তুই আমার প্রেম?
নাকি আমি তোর বাসনা পুরনের হাতিয়ার?
বলনা তুই কে,
ভালবাসা না, বাসনা,
কেবল কী কামনা মেটাবার….
Author : জয় মন্ডল।
Facebook Comments Box
Leave a Reply