আইটি সেক্টরের চার বন্ধু অভিমন্য, তিথি, আদিত্য এবং এশা একই অ্যাপার্টমেন্টের দুটি আলাদা ফ্ল্যাটে থাকে। হঠাৎ করেই তাদের জীবনটা ওলটপালট হয়ে যায়।
একদিন হঠাৎ করে তিথিকে তার ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়, এবং পুরো ঘর যেন হয়ে ওঠে মৃত্যুপুরী।
তিথির বেডরুমের দৃশ্য যেন বাকি সকলের গায়ে কাঁটা ধরিয়ে দেয়। মৃত্যুপুরী এই ঘরের ইনভেস্টিগেশনের দায়িত্ব বর্তায় ডি. সি. পি. অনীশ রায়ের উপর।
তদন্ত অনুসন্ধানের মাধ্যমে অনিশ জানতে পারেন, সেদিন এই ঘরে দরজা-জানলা সবই ভিতর থেকে বন্ধ ছিল এবং ঘরে শুধুমাত্র অভিমন্যু এবং তিথিই ছিল।
সত্যিই কি ডিসিপি অনিস রায় এই কেসটির মীমাংসা করতে পারবেন নাকি তদন্ত অচিরেই বন্ধ হয়ে যাবে।
Facebook Comments Box
Leave a Reply