You Create, We Nurture
এত স্পষ্ট হয়ো না। চোখ জ্বালা করে আমার – বটের শিকড় জমা হয় হৃৎপিন্ডে, হৃৎপিন্ডতো আদিম জল, জলে ধারালো মোহো ঘোরাফেরা করে বটের শিকড়ে। আলোর গন্ধে যেভাবে সনাতনী মাছ দেখা যায় সাবেকী গন্ডুসে, তেমনি তুমিও। তেমনি তুমিও স্পষ্ট হতে থাকো…