রবীন্দ্রনাথ’-এই নামের সাথে জড়িয়ে আছে বাঙালির গৌরব,ইতিহাস,সাহিত্য প্রেম,দেশত্ব বোধ,মূল্যবোধ এবং আরো অনেক কিছু।তিনি একাধারে বিশ্ববিখ্যাত আবার একাধারে বিতর্কিত।যাঁর জন্ম দিবস নিয়েই বিতর্ক,তাঁর বিতর্কিত জীবন হবেনাতো কার হবে?গ্রিগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী প্রখ্যাত এই মনীষীর জন্ম ৭ই মে,১৮৬১। হয়ত বাঙালির সেন্টিমেন্ট খুব কাজ করে তাই জন্মদিন হিসেবে বেছে নেওয়া হয়েছে ২৫শে বৈশাখ দিনটি।
রবীন্দ্রনাথ,যাঁর লেখায় শুধু বাঙালি সমাজ নয়,জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ আকৃষ্ট হয়ে এসেছে বিগত দেড়শ বছর ধরে।
আজ কাল প্রেম নিয়ে লেখা-লেখিটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।অনেকেই আমাকে অনেকবার বলে বিপ্লব নিয়ে লিখে আর যায় হোক মানুষের নজরে আশা যায়না।জানি কথাটা ধ্রুব সত্য।কিন্তু বলতে পারেন আর কি লেখা যেতে পারে প্রেম নিয়ে নতুন করে যা আমাদের বিশ্বকবি লেখেননি? নাহঃ!উত্তরটা পায়নি,রাতের পর রাত ভেবেছি কিন্তু পায়নি।
মন থেকে একটায় কথা বার বার বেরিয়েছে,ব্যর্থ তুমি কবি প্রেম নিবেদনে।
আসলে সেটা নয় এই মানুষটিও জানতেন একশ বছর পরেও তাঁর লেখা সমান ভাবে মানুষ গিলে যাবে মুড়ি মুড়কির মত মোহগ্রস্থ হয়ে।নইলে কি করে লিখেছিলেন,
“আজি হতে শতবর্ষ-পরে
কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি
কৌতুহল ভরে-
আজি হতে শতবর্ষ-পরে।”
এইসব পড়ে আমি ঠিক করেই নিয়েছি,
‘বিশ্ব-কবি তুমি প্রেম বর্ষাও,আমি বিপ্লব নিয়ে বাঁচি।’
তাঁর সাহিত্য সম্ভারে প্রেম-ভালবাসা,দায়িত্ববোধ এমন করে জায়গা করে নিয়েছে যে আর কিছু লেখার বাকি নেই সেগুলো নিয়ে।
তবে বাঙালি সমাজের একটা অংশ আজ মুখ ফিরিয়ে নিতে চাই রবীন্দ্রনাথ থেকে,তাদের মতে,কবির চরিত্রে দোষ ছিল।তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে,
মানুষটি সম্পর্কে আগে জানুন ভালো করে।পড়ুন তাঁর সম্পর্কে তারপর মতামত দেবেন নিজেদের।পৃথিবীর কোনো মানুষই তুলসী পাতা নয়,তবে কারু সম্পর্কে কোনো মত পোষণের আগে তার সম্পর্কে জানা উচিত।বাকস্বাধীনতার মানে এটা নয় যে যা খুশি একটা বলে দেওয়া।দরকার সঠিক মূল্যায়ন।
বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেছেন যিনি,আসুননা আমরা সেই সাহিত্য সমুদ্রে একটু ডুব দিয়ে দেখি সেটা কতটা গভীর।আর যারা গভীরতা মাপতে চান তাদের উদ্দেশ্যে কবির লেখা কয়েকটা লাইন,
“ভগবান,তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে
দয়াহীন সংসারে –
তারা বলে গেল ‘ক্ষমা কর সবে’,বলে গেল ‘ভালোবাসো-
অন্তর হতে বিদ্দেষ বিষ নাশো’ ”
১৫৫ তম জন্মদিবসে কবিকে জানায় শত কোটি প্রনাম,কপি রাইট উঠে গাছে,তাই রবি-ঠাকুর কারোর একার নয়,আমাদের সবার।।

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *