যদি একবার বলতে তাহলে শিকল দিয়ে বেঁধে রাখতাম আমার সমস্ত অভিমান
একটি বার যদি তুমি আটকাতে আমি কিন্তু ছুটি দিয়ে দিতাম বিষন্ন হৃদয়ে প্রোথিত সব অপমান।
আগলে রাখতে যদি তুমি একটিবার আমি লিখতাম কবিতা ঐ হলুদগন্ধ আঁচলে,
কল্পনায় ভাসতাম তোমায় নিয়ে অন্য এক সৌরমন্ডলে;
তুমি যদি একবার বলতে কলাপাতায় বেড়ে দিতাম ভাত ,
রুক্ষ দুপুরে ঘুম চোখ আদরে কপালে ছোঁয়াতাম হাত।
তুমি যদি চাইতে ঘর কন্না করতাম অসুখ বিসুখ এর সাথে,;
ক্ষত সব দিতাম মুছিয়ে জোৎস্নার বিস্তীর্ণ মায়া গন্ধের মাঝে
লিখতাম সব পদ্য নীল মেঘের কোলাজে;
নালিশ গুলো রাখতাম তুলে অভিমানী আলিঙ্গনের সাজে,
একান্ত স্বপ্নে ঘুমের সর্বনামে এঁকে রাখি এসব
ভাবনা,
খুঁজতে গিয়ে বারংবার আমি হারিয়ে ফেলেছি তোমার ঠিকানা।
Facebook Comments Box
Leave a Reply