পুরুলিয়াতে প্রথমবার শো করল বাংলার বিখ্যাত ব‍্যান্ড ফসিলস্ ।

বছরভর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, এমনকি পশ্চিমবঙ্গের বাইরে মুম্বাই, ব‍্যাঙ্গালোরে নানারকম শো করে ফসিলস্ ।

দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলায় এটাই প্রথম লাইভ শো ফসিলস্ এর।

২৪শে এপ্রিল পুরুলিয়া গভর্নমেন্ট কলেজের অ্যনুয়েল ফেস্ট এর রাত মাতালেন রূপমরা। শো এর মোটামুটি ৩ ঘন্টা আগেই ওখানে পৌঁছে যান রূপম ও তাঁর টিম।

পুরুলিয়া দক্ষিণবঙ্গের একটি জেলা,যার প্রধান শহর পুরুলিয়া। তবে এই জেলার বেশিরভাগ অংশই গ্রাম এবং সবুজ জঙ্গলে ঘেরা।

পুরুলিয়া গভর্নমেন্ট কলেজ স্থাপিত হয় ২০১৬ সালে। দক্ষিণবঙ্গে উচ্চ শিক্ষার একটা বড় ভিত্তি এই ইঞ্জিনিয়ারিং কলেজ।

প্রতিবারের মতো ফসিলস্ এর এই শো এরও ফেসবুক লাইভ করেছেন রূপম ইসলাম। দুঘন্টার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পাল্টে গেছিল কলেজের চেহারা।

উৎসবের সাজে সেজেছিল কলেজের প্রতিটি প্রান্ত। ইয়ং জেনারেশনের বাংলা ব‍্যান্ডের গানের প্রতি আগ্রহ বাড়ার বড়ো কারণ বাংলার রক সংগ্রামী রূপম ও ফসিলস্।

প্রসঙ্গত পয়লা বৈশাখে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল ‘ফসিলস্ ঝড়’ । রকের আমেজে তিন ঘন্টার লম্বা ছিল এই ঝড়।

এছাড়াও  ‘মুক্তক্ষেত্র’,যা রূপম ইসলামের একটি সংস্থা। যার দ্বারা রূপম তাঁর ফ‍্যানেদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

সেখানে ২১শে এপ্রিল তৃতীয় অধিবেশন করলেন তিনি।সবমিলিয়ে এখন বেশ ব‍্যস্ত বাংলার এই রক সম্রাট।

সবকিছুর মাঝেও সোশ্যাল মিডিয়ায় ফ‍্যানেদের সঙ্গে যোগাযোগ রাখেন প্রায়শই।

নতুন কোনো প্রোগ্রাম কিংবা গানের কথা তিনি আগাম জানিয়ে দেন ফেসবুক লাইভে এসে।

ফসিলস্ এর লাইভ শো মানেই রক প্রেমিদের ভীড়, বাতাস জুড়ে ‘জয় রক, জয় রক’ চিৎকার, লাল, নীল মিশে যাওয়া আর অনেকটা আবেগ।

২৪শে এপ্রিল এইরকম একটা রাতের সাক্ষী থাকলো পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ।

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *