ওরা কান পেতেছিল আমার মনের গহনে,
চুুপিচুপি শুনেছে তোমার ফেরার খবর…
দীর্ঘ সমুদ্র যাত্রার পরে জাহাজটা যেমন ঘরের বন্দরে স্বস্তির নোঙর ফেলে,
তেমন করেই তুমি ফিরলে আমার ঘরে বহুকালের পরে….
দূর সাগরের হাতছানি তোমায় নিয়ে গেছিল আমার থেকে বহুদূর,
তুমি ভেবেছিলে পরিযায়ী তুমি, এ ঘর তোমার তাসের দেশ!
আজকে হয়তো বোঝো, একটা সময়ের পরে ভাঙা ঘরটুকুই ফেরার জন্য থাকে।
তাই, তুমি ফিরলে চেরাপুঞ্জীর মেঘেদের বুকপকেটে সঙ্গে নিয়ে,
বৃষ্টি মাখল তোমার শহর, আমার শহর!
আর আমার কান্নাভেজা চোখদুটো মুছিয়ে তুমি বললে,
“আমার পথেরা আজও তোমার মনের অন্দরে এসে থামে…”
Facebook Comments Box
Leave a Reply