দিল্লিকে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছল সিএসকে।
১২ টা আইপিএল সিজনের মধ্যে এই নিয়ে মোট আটবার ফাইনালে উঠলো ক্যাপ্টেন কুলের সিএসকে।
এবারের আইপিএলে প্রথম থেকেই ছন্দে ছিলো সিএসকে। অভিজ্ঞতায় ভরপুর এম এস ধোনির টিম।
তার সঙ্গে ক্যাপ্টেন কুলের ক্যাপ্টেন্সি একস্ট্রা সাহস জুগিয়েছে সিএসকে কে।
এই আইপিলে ১৪ টি গ্রুপ ম্যাচের মধ্যে ৯টি জিতে পয়েন্টস টেবিলে ২য় স্থানে ছিল সিএসকে।
মুম্বাইও ১৪ টি ম্যাচের মধ্যে ৯টি জিতলেও রান রেট বেশি থাকায় তারা ছিল প্রথম স্থানে।
প্লে অফের কোয়ালিফায়ার ১ ম্যাচে মুম্বাই এর বিরুদ্ধে দায়িত্বহীন ব্যাটিং করে মাত্র ১৩২ রানের টার্গেট খাড়া করে সহজেই হার স্বীকার করতে বাধ্য হয়েছিল সিএসকে।
অন্যদিকে কোয়ালিফায়ার ২ ম্যাচে গতকাল সিএসকে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিট্যলস্ এর বিরুদ্ধে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি।
প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র মধ্যেই পৃথ্বী সাউ এর উইকেট হারিয়ে ফেলে ডিসি। তারপর শুরু হয় একের পর এক উইকেটের পতন।
এর মাঝে রিসভ পান্থ ডিসির ইনিংস কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ২৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে ধরা দেন বাউন্ডারি লাইনে।
সবশেষে ২০ ওভারে সিএসকে র সামনে ১৪৮ রানের টার্গেটের খুঁটি বাঁধে ডিসি।
প্রথম চার ওভার দুর্দান্ত বোলিং করার পর, ফাফ ডু প্লেসি ও ওয়াটসনের একের পর এক বাউন্ডারিতে ম্যাচের বাইরে চলে যায় তারা।
সিএসকের দুই ওপেনারই এদিন ৫০ করে রান করে আউট হয়ে যান।
শেষদিকে ধোনি ও রায়নার উইকেট পড়লেও ১৯ ওভারের মধ্যেই টার্গেট তাড়া করতে সফল হয়েছিল ধোনিবাহিনী।
গতবারের মতো এবারেও ফাইনালে তারা। সামনে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।
এই আইপিএলে চেন্নাই ও মুম্বাই মুখোমুখি হয়েছিল তিনবার। তিনবারই পরাজিত ধোনির টিম! তবে কি ফাইনালে পরিসংখ্যান বদলে যাবে?
প্রসঙ্গত, চেন্নাই ও মুম্বাই দুটো টিমই তিনবার করে আইপিএল খেতাব জিতেছে। রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই টিম।
চেন্নাই নাকি মুম্বাই? কোন টিম হবে সর্বাপেক্ষা বেশি আইপিএল খেতাবজয়ী টিম? অপেক্ষা শুধু আর একটি ম্যাচ।