২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপে কতটা এগিয়ে ভারতীয় টিম? টিমের সদস্যদের দুর্দান্ত ফর্ম অনেকটা সাহস জোগিয়েছে বিশ্বকাপের টিমকে। কোহলি ঠিক কতটা আশাবাদী!
আইপিএলে একের পর এক ম্যাচে রান পেয়েছেন ওপেনার শিখর ধাওয়ান, ক্যাপ্টেন বিরাট কোহলি।
রোহিত শর্মা কিছুটা অফ ফর্মে থাকায় ওনার ব্যাটে রান দেখতে পাইনি আমরা।
অন্যদিকে মিডল অর্ডারে বুলেটের গতিতে রান বাড়াতে দেখেছি হার্দিক পান্ডিয়াকে। এম এস ধোনি ফিনিশার হিসেবে এবার আইপিএলে দারুন খেলেছেন।
বোলিং এর দিকে চাহাল ও বুমরা অনবদ্য বোলিং করেছেন গোটা আইপিএল সিজনে। বুমরার বোলিং একস্ট্রা মনোবল জুগিয়েছে বিশ্বকাপে ইন্ডিয়া টিমকে।
সবমিলিয়ে আশাবাদী হয়েই ইংল্যান্ডে বিশ্বকাপে খেলতে গেছে কোহলি এন্ড কোং ।
ইংল্যান্ডে নেমে বেশ ফুরফুরে মেজাজ ও আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। এরই মধ্যে ঘটে গেল অঘটন!
২৫ শে মে দুপুর তিনটে থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে হার স্বীকার করল টিম ইন্ডিয়া।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া।
ব্যাট করতে নেমে প্রথম থেকেই মুখ থুবড়ে পড়ে ব্যাটিং লাইন আপ। প্রথম তিন ওভারের মধ্যেই দুই ওপেনার ফিরে যান প্যাভিলিয়নে।
বিরাট কোহলির ব্যাট ও টিকতে পারেনি নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের সামনে।
রান মেশিনের ব্যাট থেকে এদিন আসে ১৮(২৪) রান। এরপর ধোনি ম্যাচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও মাত্র ১৭(৪২) করে ফিরে যান।
বিশ্বকাপে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে একের পর এক ব্যাটিং ধ্বসে বিধ্বস্ত হ ওয়ার পর ব্যাটিং লাইন আপ কিছুটা সামলান হার্দিক পান্ডিয়া ও জাদেজা।
দুজনের ব্যাট থেকে আসে ৮৪ রান। প্রথম জন ৩০(৩৭) ও দ্বিতীয় জন ৫৪(৫০) করেন।
শেষ পর্যন্ত ৩৯.২ ওভারে সব উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে ১৮০ টার্গেট দেয় কোহলির টিম।
এই টার্গেট তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ৩৭.১ ওভারে সহজেই ম্যাচ জিতে যায় উইলিয়ামসনের টিম।
বুমরা ৪ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন। অন্যদিকে চাহাল, জাদেজা ও হার্দিক প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন।
তবে বিশ্বকাপে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৯৫ রানের বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২৮ শে মে’র এই ম্যাচে কেএল রাহুল ও ধোনির সেঞ্চুরি নজর কেড়েছে দেশবাসীর।
বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয়ের পিছনে বোলিং লাইন আপ অনেকটা সহযোগিতা করেছে। ওইদিন বুমরা, চাহাল, কুলদীপ সকলেই ভালো বোলিং করেছেন।
বিশ্বকাপে ওয়ার্ম আপ ম্যাচগুলিতে এরকম ফল করার পর কতটা আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া? এ প্রশ্নের জবাব বিশ্বকাপে ৫ জুন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দেখা যাবে।