শীতের পরশ লাগলে গায়ে,

চাই লেপ, কম্বল, টুপি।
সব্জী, ফলের নানান বাহার,

গাজর, মটর, কপি।
খেতে সবাই ভালোবাসে,

শীতের হরেক সব্জী,
রসে, বসে রসিক বাঙালি,

খান ডুবিয়ে কব্জি।

পিঠে -পুলি খেয়ে থাকে,

দিয়ে নতুন গুড়।
কমলা লেবুর গন্ধে থাকুক,

দিনগুলো ভরপুর।
পাটিসাপটা,দুধপুলি,

ভাপাপুলির বাহার।
স্বাদে গন্ধে মন ভরাবেই,

এই শীতকালীন আহার।

শীতটা যখন জাঁকিয়ে পরে
আসে ডিসেম্বরের পঁচিশ
প্রভূ যিশুর জন্মদিনে
মাতে আশি থেকে বিশ।
বরফ ডাকা দেশ থেকে
সান্তাবুড়ো এসে
ইচ্ছেমতো পাওনা দেয়
সবাইকে ভালোবেসে।

আলো ঝলমল রাতের বাহার
নামটা যার বড়দিন
হাজার রকম কেকের বাহার
আর আনন্দ অন্তহীন।
সবার জীবন মাঝে তবু
দিনটা হয় না কভূ বড়
সান্টা তুমি ম্যাজিক করে
ওদের সুখী জীবন গড়ো।।

Facebook Comments Box

By Sudeepa Mondal

লিখি তোমাদের কথা কিছু  সুখ,কিছু ব্যাথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *