॥সেদিনের আলাপ॥
সেদিনের সেই ব্যস্ত বিকেল;
সময় মোটেই ছিলনা হাতে,
হাত ঘড়িটা ঘন ঘন দেখছিলি তুই ইশারাতে;
ভেবেছিলাম বলব সব অনেক দিনের জমা কথা,
ফুরিয়ে যাবে, মিটিয়ে নেব জটিল মনের হিসেব-নিকেষ;
কিন্তু এ কী হল!
নিছক বোবা বনে গেলাম;
দেখলাম যেই তোকে,
তোর চোখের ওই চাহনিতে, আবার গেলাম ঠকে।
আচ্ছা এমন কেন হয়!
পাবো না কভু জেনেও পাই, হারিয়ে ফেলার ভয়!
ভালোবাসা নাকি সর্বনাশা;
সত্যি কি তাই!
তবে কেন বলেছিলিস ভালোবাসিস আমায়?
পাশে থাকার ভরসাটা কি দিয়েছিলিস হেলায়!
বড্ড বোকা ছিলাম আমি;
বুঝিনি তোর ছল,
তোরই স্রোতে হারিয়ে ছিলাম;
পাইনি কোনো স্থল।
বিশ্বাস নাকি অন্ধ…
এমন কি হয়!
হয়েছিল তো;
করেছিলাম, ভেবেছিলাম তাই;
স্বপ্নে বিভোর হয়েছিলাম,
এসেছিল তো সোনালী দিন;
জীবন হয়েছিল,
রঙেতে রঙিন;
তবে কেন এক নিমেষে,
মিলিয়ে দিলি সব রং?
আশার বাসা উজার করে ;
চলে গেলি তুই…
এটাই কি হওয়ার ছিল!
কই ভাবিনি তো কখনও;
জানিস আজও মনের কোণে;
সযত্নে সাজানো আছে;
তোর লেখা সেই,
প্রথম চিরকুট।
প্রথম প্রেমের মিষ্টি স্মৃতি ;
ভুলতে তো পারিনি আমি,
অথচ দুনিয়াটা কি অদ্ভুত দেখ!
কত সহজে বলে দিলি—
“আমি আর চাইনা তোকে।”
যেদিন প্রথম বলতে এলি,
হাঁপিয়ে গেছিস, ভুলতে চাস আমায়;
রেগে গিয়ে বলেছিলাম—
“আমারও আর পোষায় না তোমায়।”
আজ দেখ, সেই তুই, সেই আমি,
আবার মুখোমুখি;
আজও সেই চঞ্চল বিকেল,
উত্তাল মন;
একটাই যা তফাৎ!
তুই চলে গেছিস আমায় ছেড়ে অনেক দূরে..
তোর নিথর দেহটা আমার বিবেক শেষ করে দিচ্ছে কুড়ে কুড়ে;
তাইতো আজ আমি বোবা,
শব্দরা যেন করছে হেঁয়ালি;
না! ভালো তো বাসিনা তোকে!
কবেই গেছি ভুলে!
তবে কেন আজ এই পড়ন্ত বিকেলে;
চোখের কোণে জল চিকচিক করে!