এ এক সাধারণের আমর্শে রচিত

হৃদকমলের সাধারণ গল্প

নহে কোনো পৃথক সমাহার

আবার নহে অতি সাধারণ গল্প

 

পাথর মাঝে হঠাৎ প্রাণ প্রতিভাসিত,

রৌদ্রী তোমার এক টুকরো আমর্শে,

ভগ্নতার নগ্ন আমর্শে নিকষ আঁধার,

হঠাৎ প্রদ্যোতিত তোমার নিদারূণ প্রপঞ্চে।

তুমি ধীর , তুমি সঞ্চারপথের দ্যোতন।

তোমার মার্দব চিত্ত আমার মহৌষধি,

আমি অপরিনত সত্বার সংস্করণের

তুমিই তো মূল বষটৃ।

তুমি উজ্বল, তুমি বৈবস্বতী।

তরুলতা ছিল ভীত কেবল

টুকরো হওয়ার ভয়ে

দখিনাবাতাস বাঁধলে তারে

আসক্তির দ্রুত লয়ে । 

তবুও সে আঁটকে রাখে

পিঞ্জরমাঝে চিত্তটাকে,

তবু প্রনয় সে যে মুক্ত সদা

দিগঙ্গনের ঘূর্নিপাকে।

 

ভালোবাসা সে তো উন্মুক্ত সদা,

বাঁধার কি তারে আছে প্রয়োজন?

অপরিনত তরুলতা নাহি বোঝে,

বৃথাই কি হবে সব আয়োজন?

 

সাজালো স্বপ্ন দখিনা বাতাস

চিত্তকথা পেল প্রকাশ।

কিন্তু হায় এ কি নিরন্তর,

চিঠি প্রত্যাখাত, না উত্তর।

তবে কি আবার ভাঙন কেবল?

হবে না কোনও মুহুর্তে দূর্বল?

 

দখিনাবাতাসের হয় অভিমান

কুয়াশা জমে স্তরে স্তরে

দূরে কিংবা অদূরে,

ঝাপসা হয়ে আসে দৃষ্টি,

বারিধারা নামে আঁখিপটে,

বিরহ প্রতীক এর আমর্শে

দূরে রয় অদেখা অন্ধকার।

অযথা পিছুডাকে ভবিষ্যৎ বারংবার,

হারাই আমি ভবিষ্যৎ-এর কানাগলিতে।

মন ছুঁয়ে চলে যেতে দূরের পানে,

না! আমি পারি না তা,

অভিভাবকত্ব জানায় অধিকার।

এমতাবস্থায় আমি ফিরে আসি,

আমার তোমর কাছে,

স্বার্থপর এই আমি,

তোমা সুখে নই সুখী,

দেওয়াল তোলা মোদের মাঝে,

পারি না আসতে কাছে তোমার।

তবু আসি, ভালবাসি;

তুমি তো জানই আমার

 বিতৃষ্ণা ভবিষ্যৎের প্রতি।

চাই  প্রতি আমর্শে তোমাকে,

চাই হারাতে তোমার উষ্ণতা মাখা চোখে,

বাস্পীভূত কাঁচের আভাসে,

করি সন্তরণ তোমার স্মৃতির উদধিতে।

আমি চাই হারাতে তোমার আঁখি পল্বলে।

কিন্তু দাওনি তুমি আমায় সে অধিকার,

আমি জানি আমি অভিমানি,

তবু গড়ি মূহুর্তপ্রাসাদ তোমাতে আমাতে,

মম বিবক্ততার ছোঁয়ার প্রণামি।

 

বোগেনভেলিয়া নিরুপায়,

উপায় যে তার হাতেই,

বোঝার অবকাশ নেই

তাই অশ্রুধারা প্রতি রাতেই।

এভাবে অতর্কিতে ভাঙে বাঁধ

দখিনা হাওয়া সয় বিরহ,

এত হল তবুও কই তবে

প্রত্যাখ্যানই প্রাপ্তি হবে অহরহ।

 

এটাও পড়ুন:  Bhanusingher Podaboli: The Great Creation of Tagore   

 

হঠাৎই এক নৈদাঘী সন্ধেতে

পশ্চিমে রঙীন জীমূত প্রত্যাশী,

দখিনাহাওয়া পরিশ্রান্ত বেলায়

মন কাননে প্রস্ফুরণ রাশিরাশি।

ছিন্ন করে অতীত অন্তরায়

প্রতিধ্বনিত সেই কথা বারংবার

তোমায় আমি ভালোবাসি,

আর্তি প্রকাশিত বোগেনভেলিয়ার।

 

রঙের বাহারে প্রোজ্জ্বলিত দ্যুতি

অম্বরবক্ষের ছড়িয়ে সর্বত্র,

পুরানো পাতায় নতুন উপন্যাস,

ছোটগল্পীয় উপলব্ধিতে অরিত্র।

 

                     – অপরিচিত সর্বজিত

 

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *