পাগল, তোমার সাথে ঋতুবৈচিত্র্য কাটাবো জীবন|

হলুদ শাড়িতে পলাশ পাড়িয়ে আমি যাবো তোমার সাজানো বাগানে,
লাল আবিরের থালা হাতে অপেক্ষা করবে তুমি…
পাগল, প্রথম রঙের ছোঁয়ায় তোমার সাথে প্রেমময় বসন্ত কাটাবো জীবন।

অষ্টমীর সকালে উপোস না করেও পাঞ্জাবি পড়বে তুমি,
লাল পাড় সাদা শাড়িতে ফুলের ডালি হাতে তোমার স্বপ্ন হবো আমি,
পাগল, একমুঠো শিউলির সুবাসে তোমার সাথে পার্বণী শরৎ কাটাবো জীবন।

কালো মেঘে ঢাকা থাকবে আকাশ, বাজের শব্দে চমকে উঠবো আমি;
ভয় পেয়ে তোমার বুকে খুঁজে নেবো আশ্রয় আবার পরক্ষণেই ঝগড়া করবো শুরু।
পাগল, খিচুড়ি খাওয়ার বায়নায় অভিমানী বর্ষা কাটাবো জীবন।

অফিস সেরে ছুটে যাব গঙ্গার ধারে দেখা করতে; একে অপরের অপেক্ষায় কিছুটা কাটবে সময়।
দেখা হতেই রাগের কপটতা ঢাকবে খুশিতে ভরা মন,
পাগল, তপ্ত গরমে গঙ্গার শীতল হাওয়ায় রোজনামচা কাটাবো জীবন।

বড়দিনের ছুটিতে কাউকে না বলে জঙ্গলে যাব আমরা,
সূর্যের একফালি রোদ… পাখির কলরব… আর তোমার আড়মোড়ায় ভাঙ্গবে আমার ঘুম।
পাগল, চরম শীতে এক চাদরে কফি হাতে Bon Fire কাটাবো জীবন।

পাগল, ঝগড়া… প্রেম… বকুনি… ভালোবাসায়… থাকবো আমরা একসাথে,
পাগল, তোর সাথে খুনসুটি ভরা বছর কাটাবো জীবন।

পুনশ্চ: কবি জয় গোস্বামীর সমকক্ষ হওয়ার ধৃষ্টতা আমার নেই। শুধুমাত্র তার লেখায় অনুপ্রাণিত হয়ে নিজের স্বপ্ন প্রকাশ করার চেষ্টামাত্র এই লেখনী|

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *