বিদ্রোহ
আমরা বিদ্রোহ করে বাঁচি,
প্রতিবাদে মুখর হই অবিশ্রান্ত,
জল নেই,খাদ্য নেই, বাসস্থান নেই
ওসব দাবি ছেড়ে ,শুধু আরও বড় হোক আমার 2bhk ফ্ল্যাট।
আরও দামি হোক আমার চলার পথের চারচাকা।
পথে নেমে জীবনের নূন্যতম অধিকার
কাড়তে হয় না আমাদের।
শস্যের দাম,পেট্রোলের ঊর্ধমুখী গ্রাফ সব তর্ক বিতর্ক ঠাণ্ডাঘরে পড়ে থাকে কিছুদিন পরেই।
চায়ের দোকান আর ফেসবুকের দেওয়ালে আমাদের প্রতিবাদ বাসী হতে থাকে।
দেওয়ালে পিঠ ঠেকার সময় আসবে যখন,
ঘুরে দাঁড়ানোর অর্থ হয়ত পরিষ্কার হবে তখন।
বিদ্রোহের কাব্য তখন দুঃখবিলাস মনের শখ হয়ে বাঁচবে না সেদিন।
Facebook Comments Box
Leave a Reply