মনের ভিতরকার পাথর টেনে ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে যে মানুষটা,
সহজে তাকে তুমি হারাতে পারবে না।
কষ্টের একগুচ্ছ ক্যাকটাস-তোড়া বানিয়ে
তার চলার পথে ফেলতে
তুমি পারোই,
তবু তার মুক্ত ময়ূরীর মতো অনাবিল ছন্দে জীবন নৃত্য তুমি আটকাতে পারবে না।
শব্দের আঘাতে নকল আবেগের বেড়াজাল বুনে,
অপরাধবোধের স্থায়ী টিকা তার চিন্তার ত্বকে ছেপে দিয়েও তুমি ,
তাকে গ্লানিতে ডোবাতে পারবে না।
যে মানুষ নিজেই নিজেকে সামলায়
প্রতিটা আঘাতের পরে,
নিজের ভিতর ই খুঁজে নেয় নিজেকে নতুন ক’রে গড়ে তোলবার সূলুকসন্ধান,
তাকে এত সহজে কেউ বিপর্যস্ত করতে পারবে না।
Facebook Comments Box
Leave a Reply