বলিউডে রণবীর ও আলিয়ার সম্পর্কের কথা এখন সবারই জানা। এবার একসঙ্গে সিনেমা দেখতে গেলেন দুজনে । ক্যামেরায় ধরা পড়ে দুজনের সেই ছবি। রণবীর ও আলিয়া দেখলেন অ্যভেঞ্জার্স এন্ড গেম।
থিয়েটার থেকে বেরোনোর সময় আলিয়া কে দেখা গেল টপ ও জিন্সে আর অন্যদিকে রণবীর কে দেখা গেল চেক শার্ট ও জিন্সে একেবারে ক্যজুয়্যাল লুকে।
রণবীর ও আলিয়ার সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে এক বছর আগে।
এরপর দুজনকে অনেকবার একসঙ্গে দেখা গিয়েছে। বিভিন্ন অ্যওয়ার্ড শো থেকে নিউ ইয়র্কেও দেখা গিয়েছে এই প্রেমিক যুগলকে।
দুজনের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস তাঁরা। এই বছর দুজনের সম্পর্কের কথা প্রকাশ করেছেন তাঁরা। ‘কফি উইথ করণ’ শো তে প্রথমবার রণবীর ও আলিয়ার সম্পর্ক নিয়ে মুখ খোলেন আলিয়া ভাট।
এছাড়াও ৬৪ তম ফিল্ম ফেয়ার অ্যওয়ার্ডে আলিয়া ও রণবীরের ভরপুর রোম্যান্সে বেশ উচ্ছ্বসিত তাঁদের ফ্যানেরা।
এই রিয়্যাল লাইফ কাপল্ কে প্রথমবার রিল লাইফে দেখা যাবে ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায়।
এই সিনেমার পরিচালক অয়ন মুখার্জি। এর আগে তিনি ‘ ওয়েক আপ সিড’ এবং ‘ইয়ে জাবানি হ্যয় দিবানি’ সিনেমা পরিচালনা করেছেন।
‘ইয়ে জাবানি হ্যয় দিবানি’র পর এটা রণবীরের সঙ্গে তৃতীয় সিনেমা। এটি একটি সুপারহিরো মুভি।
এই সিনেমায় সুপারহিরোর চরিত্র অভিনয় করবেন বলিউড হার্টথ্রব রণবীর কাপুর।
মুখ্য অভিনেত্রীর চরিত্রে থাকবেন আলিয়া ভাট। এছাড়াও এই সিনেমায় রয়েছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।
অয়ন মুখার্জি জানিয়েছেন এই মুভিতে অনেক ভিএফএক্স এর কাজ রয়েছে। যার কাজ এখনো বাকি আছে।
এই মুভি রিলিজ করার কথা ছিল ডিসেম্বর ২০১৯ এ। কিন্তু কাজ বাকি থাকায় মুক্তির দিন পিছিয়ে ২০২০ তে করা হয়েছে।
প্রথমবার রণবীর ও আলিয়াকে এইরকম একটা মুভিতে দেখতে বেশ উচ্ছ্বসিত বলিউডের অনুরাগীরা।
Leave a Reply