LaughaLaughi

You Create, We Nurture

Story series

রক্তাক্ত চিত্র

অনেক ধরনের তো চিত্র দেখছেন,’রক্তাক্ত চিত্র’ দেখেছেন কোনোদিন? চলুন আজ আপনাদের একটা গল্প বলি। দাদুর মুখ থেকে শোনা হড়হিম করা গল্পের মধ্যে এটা একটা। সবথেকে ভালো জিনিস যে শল্পী নিজেই গল্পটা বলেছেন। চলুন শুরু করা যাক তাহলে ‘ রক্তাক্ত চিত্র’।…

বেমানান

সন্ধে নামতে তখনও দেরি ছিল। এমনিতে গাঁয়ের উত্তরপ্রান্তে নাকি শীতটা একটু বেশিই পড়ে। একে তো সন্ধে হলে এদিকে আলো-টালোর নামগন্ধ থাকে না। অন্যদিকে এক পশলা বৃষ্টি নেমে সমস্যাটা আরও বাড়িয়ে দিয়েছে। এ জায়গায় মেঘ করলেই রাস্তায় জল জমে। বাক্যটা এখানকার…