Tag: kobita
-
অরক্ষনীয়ার উদ্দেশ্যে
প্রিয় অরক্ষনীয়া, কিছুটা নেতিয়ে পড়েছি আমি হাপিয়ে যাওয়া কুকুরের মতো। সামনে নিস্তেজ হচ্ছে মায়ের শরীর, উপহারের চুড়িগুলো অজান্তেই গড়িয়ে গিয়েছে চিতায়। অভিযোগ করিনা আর তোমাকে অতুল,কিন্তু তুমি কথা দিয়েছিলে একদিন সে গুলোর পরিনতি ভাষাহীন একযন্ত্রনাা, পর্দার আড়ালে চলে এখন তোমার আর মাধুরীর রাস; বাষ্প জমে বুকের ঐ বাম পাশে দিন রাত ভুলে সেবায় নিয়োজিত ছিলো […]