LaughaLaughi

You Create, We Nurture

Special Story

বুদ্ধিদীপ্ত প্রেম

বুদ্ধিদীপ্ত প্রেম

আমরা, সবাই কম-বেশি প্রেম করি, অথবা প্রেমে পড়ি।
প্রেম কি কখনো না দেখে হয়?
ধরুন, একে অপরকে না দেখেই, একে অপরের প্রেমে পড়েছেন!
এক আকষর্ণীয় ক্ষমতার অধিকারী বা ভীষণ গুণী মানুষ কখনো আকৃষ্ট করেছে?
মুখসজ্জা, দৈহিক আকৃতি, সৌন্দর্য এসবের ঊর্ধ্বে গিয়ে প্রেমে পড়েছেন?
অনেকে ভাবছেন এসবের বাইরে আবার প্রেম করা যায় নাকি!
এটা কী ধরনের প্রেম হতে পারে?
হ‍্যাঁ, এসবের বাইরেও প্রেমে পড়া যায়,
আমরা সেগুলোকে ‘ফ‍্যান্টাসি’ ভেবে নিজেদের মনে জায়গা দিই।

এই ধরুন, একটা ‘কবি’ ও ‘লেখক’-কে না জেনেও যেমন তাঁর লেখনীর প্রেমে পড়া যায়।
আবার, একজন ‘খেলোয়াড়’, একজন ‘অভিনেতা-অভিনেত্রী’ ও ‘গায়ক-গায়িকা’র প্রেমেও পড়া যায়।
ভেবে দেখুন, আমরা কিন্তু তাঁদের বুদ্ধিদীপ্ত ভাবনা ও প্রতিভার সাথে নিজেদের মনকে জড়িয়ে ফেলি।
হ‍্যাঁ, হয়তো তাঁদের ব্যক্তিগতভাবে চিনি না বা সাক্ষাতের সুযোগ হয়েছে, এমনটাও নয়।
তাহলে, আমরা কোন অনুভূতির দৌলতে মনে জায়গা দিয়ে ফেলি তাদের?
ভেবে দেখেছেন কখনো?
আমরা তাঁদের ‘প্রতিভা’, ‘গুন-দোষ’ ও ‘জ্ঞানী’ মনোভাব’-এর দ্বারা আকৃষ্ট হই।

কেউ অস্বীকার করতে পারবেন না যে তিনি প্রেমে পড়েননি,
আমরা, কম-বেশী সবাই, তাদের প্রতি একটু হলেও দুর্বল।
আমরা তো তাঁদের কাছে প্রেমের দাবী রাখি না, অথচ নিজের ভাবনায় তাঁদের জায়গা করে দিই।
কোনো না কোনোভাবে প্রেমে পড়তেই হয়, আকৃষ্ট হতেই হয়।
হ‍্যাঁ, এটাও প্রেম।
ওই দলের মধ্যে আপনি আপনার মনের মানুষকেও খুঁজে পেতে পারেন।
তাঁরও কোনো ‘গুণ-দোষ’, ‘প্রতিভা’, ‘সফলতা’ আপনাকে আকৃষ্ট করতেই পারে, অবশ্যই করে, তাঁর সাথেও প্রেমে জড়াতে পারেন।
কম-বেশি সবাই চায় তাদের মনের মানুষ এরকম কিছু বুদ্ধিদীপ্ত ‘প্রতিভা’র হোক,
যেখানে প্রেম নেশাময় হবে।

তবে, এসব প্রেম কাল্পনিকভাবেই বেশি গড়ে ওঠে, বাস্তবে রুপান্তরিত হওয়ার সম্ভবনা ক্ষীণ।
এটা জেনেও আপনি প্রেমে পড়তে বাধ্য, আপনাকে আকৃষ্ট করবে তাদের ‘ব্যক্তিত্ব’, ‘স্বভাব’, ‘প্রতিভা’।

ভাবছেন এরকম প্রেম হয় আদৌ!
নিজেকে প্রশ্ন করুন, আপনি কার প্রেমে আবদ্ধ থাকেন সারাদিন?
এসব মনুষ্যজাতির জীবনেরই অংশ।
হয়, এরকম ভাবেও প্রেম হয়।

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi