বিশ্বশান্তির নিরিখে ভয়ঙ্করতম পাঁচটি দেশ
১. সিরিয়াঃ
এই মুহূর্তে বিশ্বের ভয়ঙ্করতম দেশ সিরিয়া।
নামটা শুনেই আপনার চোখে ভেসে উঠতে বাধ্য এক বীভৎসতার ছবি। নিরীহ শিশুর রক্ত মাখা নিথর দেহ।
এই অশান্তির প্রধান কারণ হিসাবে দেশের অভ্যন্তরীণ নাগরিক যুদ্ধকে দায়ী করছেন বিশেষজ্ঞরা, যদিও বিভিন্ন দেশের ইন্ধন আছে বলেও মনে করেন অনেকেই।
সিরিয়ান মুক্ত সেনাবাহিনী থেকে ইসলামিক ফ্রন্ট সবাই সশস্ত্র হওয়ায়, পরিস্থিতি দিনকে দিন আরও খারাপ হচ্ছে।
২. আফগানিস্তানঃ
২০০১ থেকে শুরু হয়ে আজ অবধি, আফগানিস্তান অশান্ত। আলকায়দার সমাজ বিরোধী কার্যকলাপ আফগানিস্তানের মতো সুন্দর একটা দেশকে আজ বিশ্বের ভয়ঙ্কর দেশের তালিকায় এনেছে।
আশার কথা এই যে, আফগান নাগরিকদের ঘুরে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা, ও আলকায়দার বিরুদ্ধে প্রতিবাদ, আফগানিস্তানকে আলোর পথ দেখাচ্ছে।
৩. দক্ষিণ সুদানঃ
২০১১ সালে স্বাধীনভাবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। ঠিক এই সময় থেকেই শুরু হয়, বর্তমান অধিবাসীদের সাথে আদিবাসীদের সশস্ত্র গৃহযুদ্ধ।
যার ফলস্বরূপ প্রচুর সাধারণ মানুষের মৃত্যু, আজ এই দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে।
৪. ইরাকঃ
এক সময় বাগদাদী গোলাপ মুগ্ধ করতো পৃথিবীকে।
দীর্ঘকালীন যুদ্ধে, আজ সেই ইরাক এক ধ্বংসস্তূপ।
খাতায়-কলমে ২০১১-তে যুদ্ধ শেষ হলেও, বর্তমান ইরাক প্রধান সন্ত্রাস ইসলামিক স্টেট। মানব সভ্যতার অন্তরায় এই জঙ্গী সংগঠন, বেপরোয়াভাবে মানব হত্যার সাথে সাথে, হত্যা করে চলেছে এক প্রাচীন সভ্যতাকেও।
৫. সোমালিয়াঃ
১৯৯১ সাল থেকে আজ অবধি গৃহযুদ্ধে জর্জরিত সোমালিয়া। বিভিন্ন জঙ্গী সংগঠন ও clan based সশস্ত্র বাহিনীর গুলির লড়াইতে আজ অবধি প্রাণ হারিয়েছেন হাজার হাজর মানুষ।
ছোট্ট, শুষ্ক এই দেশ আজ বিশ্ববাসীর আতঙ্কের কারণ।
তবুও বিশ্বাস থাক,
“একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে…”