আমাদের বিচ্ছেদ হয়েছে চার বছর আগে। একই শহরে আমারা থাকতাম এতদিন দেখা হয়নি। আমি যখন সবটা ভোলার চেষ্টা করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম ঠিক সেই সময় এক সন্ধ্যায় হঠাৎ দেখা আমাদের। আমি দেখলাম তুই বেশ তাড়াতাড়ি সব পুরনো কথা ভুলে অনেকটা এগিয়ে গেছিস। তোকে দেখে মনে হয়েছিল বেশ সুখী আছিস নতুন মানুষের সাথে। আমি ভাবলাম একবার তোকে গিয়ে জিজ্ঞাসা করি কেণ আমাকে ছেড়ে চলে গেলি? কি দোষ ছিল আমার? কিন্তু আমি তোকে বিরক্ত করেতে চাইনি।
সেদিন বুঝেছিলাম কারোর জন্য কোনো কিছু থেমে থাকেনা সবকিছু কালের নিয়মে বয়ে চলে।
Facebook Comments Box
Leave a Reply