নিলিমা মুছতে মুছতেই কথাটা শুরু করল। বলল – ” জানিস …… আমি আর তোর বাবা দুজনেই স্কুল লাইফ এ NCC করতাম। ” হাতের কাপড়টা চেয়ারের ওপর রেখে বিছানাতে বসে একটু গলা ঝেড়ে আবার বলতে শুরু করল নিলিমা- ” তোর বাবা NCC করতে করতেই আর্মির ট্রেনিং এর জন্য ডাক এল । কিন্তু hieght এ কেটে গেল।” বলে নিলিমা হাসতে শুরু করল। আবার বলল – ” আর আমি যখন ডাক পেলাম পুলিশে তখন তোর জন্ম হয়ে গেছে। কিন্তু তুই কিছুতেই আমাকে ছাড়া থাকবিনা। আর আমাকে জেতেও দিতিস না কোথাও। তাই আর আমারও হলনা।” এবার নিলিমা বলতে বলতে উঠলো বিছানা থেকে, তারপর ছেলের ফটো ফ্রেমের সামনে এসে দাঁড়াল। একটু ধরা গলাতেই বলল ” কিন্তু তুই যে আমাদের দুজনের সেই অধরা স্বপ্ন পুরন করেছিস তাতে আমরা খুব খুশি। ” ছেলে Indian Army এর পোশাক পরিহিত। এবং ফ্রেমে একটা মালা ঝুলছে। নিলিমার চোখ ভিজে গেল বলতে বলতে। তার প্রতিবিম্ব ফ্রেমের ওপরে পড়ছে, নিলিমা বলল ” আজ তুই না থাক্লেও তোর মদ্ধে আমরা নিজেদের দেখতে পাই।

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi