মৃত্যুটান

সিগরেটের প্রতি টানে-

যখন নিকটিন চুষে নিচ্ছে শরিরের শক্তিকে

তেমনি চুষে নিচ্ছে তোর প্রতি আমার আশক্তিকেও।

চুষছে যেন সেই শেষ নিশ্বাসকে;

যেটা শুধু তোর জন্য রেখেছিলাম বাঁচিয়ে।

চুষছে সেই স্মৃতিকে-

যার প্রতিফলন হিসেবেও তকেই ভেবেছিলাম।

আটকাবনা আমি;

কেন বলত?

জ্বালতে দিতে চাই সব কিছু,

কারন এই সিগরেটের মৃত্যুতে

আমার মৃত্যুও নিশ্চিত।

Facebook Comments Box