ওই যে প্রেমিক–প্রেমিকাকে দেখছো,
ছেলেটা এক হাজার কি.মি. দূরে থাকে মেয়েটার থেকে…
অথচ ওরা দুজনেই দুজনের সমস্ত খবর রাখে।
কার ঠান্ডা লেগেছে, কার গায়ে জ্বর! খুঁটিনাটি সব জানে।
কাছে আসার জন্য রোজ কী ভীষণ ব্যাকুল হয় ওরা!
ওদের মধ্যে যে দূরত্ব, তা কি আসলেই দূরত্ব ?
আর ওই যে এক স্বামী-স্ত্রী, তিন বছর হল বিয়ে হয়েছে,
এখনো ওরা কেউ কাউকে চিনেই উঠতে পারেনি।
রোজ রাতে দু’জন দু’দিকে মুখ করে শুয়ে থাকে…
কেউ কারোর খারাপ থাকার কারণগুলো বোঝেও না।
অথচ ওরা কত কাছাকাছি থাকে…
ওদের এই কাছাকাছি থাকাটা কি দূরত্বে থাকা নয়?
Facebook Comments Box
Leave a Reply