মুখবন্ধ, ভূমিকা, উপসংহার -এই তিন অধ্যায়
মুখবন্ধ, ভূমিকা, উপসংহার
এই তিন অধ্যায় শেষ করে
বিজ্ঞাপনের গল্পটাই তোমায় প্রিয়
তাই বলে বিচ্ছেদ টানলে!
বেশ, তবে স্মৃতির দাগ মুছতে পারলে?
তোমার সারা শরীর জুড়ে তোলপাড়
নিস্তব্ধতায় ঢেকে রাখো শুধুমাত্র
অভিমান, অভিযোগে ভরা ওই পাথুরে বুকে!
যাকগে, আমার এখন উপার্জন টা
তোমার প্রেমের চেয়েও বেশি প্রয়োজনীয়।
মাথাভর্তি অগোছালে চুলে ভাঁজের সংখ্য
চোখমুখে ক্রমশ ডিপ্রেশন কে স্পষ্ট করছে যে!
পারলে একদিন দেখা করো,
একটা বিকেলের উপসংহার লিখতে চাই,
বাস, ট্রাম, খুচরো প্রেম আর চায়ের চুমুকে।
ডিপ্রেশন কে ছুটি দেব অল্প সুখে!
শেষে আবার একা ঘরে ফেরা।
আধপোড়া সিগারেট, ধূলোজমা ডায়েরির ভীড়ে,
নিঃসঙ্গতা যেন আঁকড়ে ধরে।
তারপর, বাকিটা ধোঁয়ায় মিলিয়ে যায়!
Facebook Comments Box
Leave a Reply