শবকথা

গত শুক্রবার ঠিক দুপুরে-

মনের পাশে আবেগের জানালায়

ভাসছিল ওরা

বুকে প্রেমিকার শব আকড়ে

ভাসছিল ছেলেটা।

আমি টেনে তুল্লাম দুজনকেই।

প্রেমিকের বুকে চালালাম ছুরি

তারপর লাশদুটো আমার টবের

মাটিতে দিলাম পুঁতে।

এখন ওরা একসাথে।

প্রেমের পচা গন্ধে আমার ঘরময়

ম ম।

শুধু গাছটা ভালবাসা পেয়ে আরও

বেড়ে ওঠে।

তোমার আমার মিলনে জন্মান গাছ।

Facebook Comments Box

Posted

in

by

Tags: