পাচ্ছিস বারুদের তিব্র গন্ধ?
বিদ্রোহের দাবানলে যা জ্বলছে অনবরত,
কলরব গুলোও ঢেকে যাচ্ছে ধিরে ধিরে।
সেই অ্যালেপোর দিন ই হোক
বা ২৬/১১ এর কালো রাত।
বিদ্রোহ তখনও ছিল
বিদ্রোহ এখনও আছে।
জাতের সঙ্গে নয়;
এতো মানসিকতার বিদ্রোহ।
এতো মানুষ হওয়ার বিদ্রোহ।
নতুন শুরুর বিদ্রোহ।
তাই চলছে ধ্বংসলীলা চারিদিকে
স্তরে স্তরে-
জ্বলছে রাস্তা, জ্বলছে দেহ
প্রতি ঘরে।
ভাঙছে দুর্গ শান্তি রাজের;
কারন হিংসার নতুন ইট হয়েছে রাখা,
শুধু গ্রিহপ্রবেশ বাকি-
আমাদের নোংরা মানসিকতার।
নতুন বছরে রাখবে তা পা,
কথা দিয়েছে।