। । কৃষ্ণ ও লালন । ।
কৃষ্ণ ভাসিছে মাঝদরিয়ায়,
কালের কাঙাল কার কথা কয়?
সত্যরে শুধাইয়া বৈরাগী মন,
কখনো কান্দায় কখনো হাসায়।।
অবুঝ মনটারে বুঝাইয়া আমি,
ঘুরিয়া ফিরি ভাবের ঘোরে।
মুশকিল আসান করিয়া মাঝি,
বৈঠা বাহিয়া ঘাটে ফেরে।।
মনের শার্সি ভুলাইয়া কেহ,
এখনো স্বপনে লালন ভাসে।
একতারাটাও মরিয়া কহে—
মানুষ কেন বেহুঁশ থাকে।।
কালের পথিক কিবা জানে,
লালনেরে কেবা বুঝিবে।
হৃদমাঝারে কেবল যাওয়া আসা,
অথৈ জল কি তার হিসাব রাখিবে।।
কৃষ্ণ নামে পার হইবে সব,
ফেরার তাড়া ভুলিয়া যাবে।
লহিয়া তাহার নাম, করিয়া স্মরণ,
আবার তোমার চরনে মাথা রাখিবে।।
লালন তুমি মনের মানুষ,
মনের গলি বড়ই কঠিন।
আঁধারেতে বসিয়া কহিছ তুমি—
মিছে ভোরের মনটা আজও মলিন।।
Facebook Comments Box
Leave a Reply