Ein einsamer Spaziergaenger laueft am Dienstag, 23. Dez. 2008, ueber eine Bergkuppe zwischen St. Peter und St. Maergen im Schwarzwald. Nur in den Kammlagen hat sich der Schnee gehalten, in den Niederungen ist die weisse Pracht weggeschmolzen. Ueber die Weihnachtstage sollen die Temperaturen winterlich anziehen. (AP Photo/ Winfried Rothermel) --- A lonely man makes his way near St. Maergen in the Black Forest on Tuesday, Dec. 23, 2008. Only in the mountains white Christmas is guaranteed.(AP Photo/ Winfried Rothermel)

ঠিক আগের সপ্তাহের কথা

যখন তোর লাশখানা নিয়ে-

চলছিলাম রাস্তার ধার দিয়ে,

পিছলে পড়ছিলাম

আছড়ে পড়ছিলাম

তোর শবদেহ নিয়ে।

কিসের ভার এত তোর শরীরে?

অভিমান, রাগ , যন্ত্রণা-

এত ভরে রেখেছিলিস আমার বিরুদ্ধে?

পারলিনা মুছতে?

পারলিনা ধুতে?

সেই গ্লানি, অভিমানি কথাগুলো?

এক মুহূর্তে গেলি ভুলে-

সেই কেটে আসা আমাদের মুহূর্ত,

আঁকড়ে রাখলি শুধু নিজের জেদ কে।

 

সিলিং এর ফ্যানে

মাটি থেকে ব্যাবধানে

যখন তোর দেহখানা দেখলাম

চারিপাশের সময় তখন

থেমেছিল আমার কাছে।

তোর গলার চিৎকার-

ভৎসনা হয়ে যেন কানে আসছিল,

কেন বলত?

ভুলটা হল কোথায়?

তোকে বিশ্বাস করা?

না তোকে ভালবাসা?

আজ তো সব শেষ,

তাই স্মৃতিগুচ্ছই আছে সম্পদ।

ওটা থাকতে দিস,

ছিনিয়ে নিসনা কোনদিন।

কারন ওই সম্পদের মৃত্যুতে-

আমার মৃত্যুও নিশ্চিত।।

Facebook Comments Box

By Staff Writer

Editorial Team of LaughaLaughi