LaughaLaughi

You Create, We Nurture

Emotional

নিজের জন্য অন্য ‘আমি’র সন্ধানে

কখনো কখনো এমন কিছু মূহুর্ত আসে যখন মনে হয় এবার সবটা শেষ‌। এবার আর ফেরার পথ নেই, নেই কোনো বিকল্প রাস্তা, নতুন করে শুরু করার কোনো উপায় নেই। কিন্তু সবটা তখনও শেষ হয় না। হয়তো কিছুদিন খারাপভাবে কাটে, বড্ড গুমোট হয় দিনযাপন, তবে এসবের মাঝে কিছুটা সময় নিজের সাথে কাটে। আর এই সময়টাতে যদি আমরা সত্যিই একটু গুরুত্ব দিতে পারি তবে নিজেদের কোনো না কোনো একটা দিক উপলব্ধি করতে পারব যেটা পরিস্থিতির চাপে লুপ্ত প্রায় বা হয়তো আমরা নিজেরাও আগে জানতাম না সেটা সম্পর্কে। সেটা হতে পারে ভীষণ আত্মবিশ্বাসী, ভীষণ মনের জোড় সম্পন্ন অথবা লেখালেখি, কবিতা চর্চা এমন অন্য যে কোনো কিছু যা আমাদের মধ্যে আছে। এই যে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারা, নতুন করে চেনা—এর মধ্যে যে কতটা আনন্দ থাকে তা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। এই অনুভূতি একমাত্র তারাই জানে যারা জীবনের অনেকটা পথ পেরিয়ে আসার পরও অন্তত একবার নিজেকে সময় দিয়েছেন।

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi