কালিম্পং – এর বিভিন্ন জায়গায় শুটিং হয়ে গেল “রুদ্র ফিল্ম” প্রযোজিত সাহিন আকতার পরিচালিত “বিদেহী” নামক পূর্ণদৈর্ঘ্য ছবির। ছবির চিত্রনাট্য লিখেছেন সুচন্দন বৈদ্য ও সাহিন আকতার। প্রযোজনা করেছেন অবন্তিকা ঘোষ।
মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সায়ন ঘোষ, শ্রেয়া ভট্টাচার্য শুভাশিষ সিকদার , গোপাল সরকার। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সোমনাথ মন্ডল, উমা ব্যানার্জি, পাপিয়া পাল, জিৎ সুন্দর, মধ্যমা হালদার ও তৃষান ঘোষ।
“বিদেহী” হল মাতৃত্বের গল্প। দু’জন মায়ের মাতৃত্ব নিয়ে গল্পের প্রেক্ষাপট তৈরি করেছেন পরিচালক। কালিম্পং – এ এক দম্পতি সপ্তর্ষি ও মেঘলা সম্পর্কের টানাপোড়ন থেকে নিজের জীবনকে অন্য এক দিশা দিতে ঘুরতে আসে। মেঘলা অনেকদিন থেকে চেষ্টা করেও মা না হতে পারা তাদের জীবনের সবথেকে বড় সমস্যার কারণ। করোনা পরবর্তী সময়ের কারণে হোটেল পেতে সমস্যা হয়। তারা খোঁজ পায় একটা হোমস্টের। সেখানকার মেরামতের জন্য এখন বন্ধ। শুধু দেখাশোনার জন্য এক দম্পতি কানহাইয়া ও মাধুরী থাকে। মাধুরী প্রেগন্যান্ট। সপ্তর্ষি ও মেঘলা সেই হোমস্টেতে এসে থাকতে শুরু করে। তারপর সেখানে যে মাতৃত্ব ও রহস্যের জাল বুনেছেন পরিচালক তা গল্পের আসল বিষয়।
পরিচালক সাহিন আকতার তার প্রথম সিনেমা নিয়ে খুব আশাবাদী। তিনি বলেন, কিছু গল্প না বলে দেখে অনুভব করতে হয়। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে।