স্বপ্নপূরণ
দক্ষিণ ২৪ পরগনার একটি প্রত্যন্ত গ্রামে মা, বাবা আর ভাইয়ের সাথে বাস করে তিতলি। গ্রামের স্কুলে ক্লাস নাইনে পড়ে সে। তিতর স্বপ্ন বড় হয়ে সে পুলিশ অফিসার হবে। টানাটানির সংসারে দুবেলা খেতে পাওয়াই যেখানে দুস্কর, সেখানে এই স্বপ্ন দেখা বিলাসিতার…