LaughaLaughi

You Create, We Nurture

কবিতা

একান্তে নিশুতি আলাপন

ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে বলছে -“দুটো তো বাজল আর কখন ঘুমোবি?”মনে মনে হেসে নিলুম খানিক, এই নির্জীব বস্তুটা এতটা যে আমার খেয়াল রাখতে পারে সেটা কখনো ভাববার সময় হয়ে ওঠেনি , সারাটা দিন ব্যস্ত মুহূর্তদের পাল্লাটা এতটাই ভারী…

ভাষা ও ভালোবাসার মিলন স্থল— বই মেলা

বইমেলা আজো মুখচোরা বাঙালির কাছে ধূলো জমা এক আবেগ, যেথায় ক্ষনিকের জন্যেই হয়তো পাল্টে যায় অর্থহীন জীবনের চেনা গতিবেগ। বই মেলা মানে চারিদিকে নুতন বইয়ের নুতন নতুন গন্ধ, এ বলে আমি ভালো, তো ও বলে আমি ভালো- এ নিয়ে শুরু…

শান্তির খোঁজে এসেছি তোমার দরবারে

শান্তির খোঁজে এসেছি তোমার দরবারে ভালোবাসার পিয়ানো বাজিয়ে ঘৃনাকে রাখব সবার থেকে দূরে শীতঘুমে আবৃত ফুটপাতে চলে নেংটি ক্ষুধার্তের চিৎকার চিৎকার খেলা বিছানার ভাঁজে লেপের ওমের আদরে লুটোপুটি খায় মধ্যবিত্তের লুকোচুরির মেলা কনকনে ঠান্ডায় কেঁপে কেঁপে ওঠে ঐ অর্ধনগ্ন শরীর…

যদি তুমি একটিবার বলতে

যদি একবার বলতে তাহলে শিকল দিয়ে বেঁধে রাখতাম আমার সমস্ত অভিমান একটি বার যদি তুমি আটকাতে আমি কিন্তু ছুটি দিয়ে দিতাম বিষন্ন হৃদয়ে প্রোথিত সব অপমান। আগলে রাখতে যদি তুমি একটিবার আমি লিখতাম কবিতা ঐ হলুদগন্ধ আঁচলে, কল্পনায় ভাসতাম তোমায়…